Logo
Logo
×

সারাদেশ

দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১০:৫৪ পিএম

দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম

দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি দৈনিক যুগান্তর পত্রিকা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজধানী থেকে শুরু করে শহর, নগর, প্রত্যন্ত গ্রামীণ জনপদের বাংলাদেশের চিত্র তুলে ধরেছেন বিশ্ববাসীর কাছে। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, দৈনিক যুগান্তর পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম কোনোরকম ব্যাংক ঋণ ছাড়াই একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে দেশব্যাপী কয়েক লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়ে গেছেন।

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত দোয়া মাহফিল পূর্ব শোক ও স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

বুধবার বিকালে সুনামগঞ্জের তহিরপুরের বাদাঘাট কলেজ রোডের যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে দৈনিক যুগান্তরের ফটোগ্রাফার, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার আহ্বায়ক শিহাব সরোয়ার শিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুফতি আশরাফুল আলম হাবিবী, এম সালমান আহমদ সুজন প্রমুখ।

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামসহ দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের পিতা বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত বৈদ মিয়া শাহ, মাতা প্রয়াত সামসুন্নাহার বেগমসহ সব প্রয়াত মুসলিম উম্মার রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলার বাদাঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুজাহিদুল ইসলাম।

দোয়া মাহফিল, শোক ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন- হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা আলী নেওয়াজ, হাফেজ রফিকুল ইসলাম মুধা, মুফতি আব্দুল ওয়াহিদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা তাজ উদ্দিন, মাওলানা ফয়সাল আমিন, হাফেজ আশরাফুল আলম, মাওলানা রবিউল ইসলাম, হাফেজ আতাউর রহমান, সমাজ উন্নয়ন কর্মী এনাম উদ্দিন, ডা. সিরাজুল ইসলাম রাজু, সমাজকর্মী ও পরিবেশবিদ সারোয়ার জাহান, মিলাদুর রহমান, ব্যবসায়ী রফিকুল ইসলাম মানিক, রফিকুল ইসলাম, শাহনুর মিয়া, আলীম উদ্দিন শাহ, স্বজন সমাবেশের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়াও দিনব্যাপী সুবিধাবঞ্চিত পরিবারের মানুষজনের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম