Logo
Logo
×

সারাদেশ

আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৫:০২ পিএম

আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ

ছবি: যুগান্তর

সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ করেছে বিএনপি। বুধবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, বিএনপি নেতা সাদেকুর রহমান, সোলায়মান কবির, লিয়াকত আলী, প্রেস ক্লাব সভাপতি সামিউল মনির প্রমুখ।

বক্তারা বলেন, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার আংশিক অংশ নিয়ে সাতক্ষীরা-৪ সংসদীয় আসন গঠিত ছিল। কিন্তু নতুন খসড়ায় আশাশুনি ও শ্যামনগরকে একত্র করে একটি সংসদীয় আসন করা হয়েছে, যা আমরা মানি না। আমরা পূর্বের সীমানায় ভোট গ্রহণ চাই।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যা ও অন্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আনা হচ্ছে। এতে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনেও পরিবর্তন এসেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম