কুমিল্লায় ৭ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৬:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার মুরাদনগরে সংবাদ সংগ্রহকালে ৭ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ ও পরে সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
সমাবেশে বক্তারা বলেন, বারবার সাংবাদিকদের ওপর হামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সাত সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা। এ সময় দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে পুলিশের সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, বুধবার কুমিল্লার মুরাদনগরে বিএনপি ও এনসিপির সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলায় সাত সাংবাদিক আহত হন।
