সংবাদ সম্মেলন
যুবলীগ নেতার বিরুদ্ধে এতিমখানার অনুদান আত্মসাতের অভিযোগ
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৬:৩০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরীর পূবাইলে যুবলীগ নেতা জুয়েল পাঠানের বিরুদ্ধে এতিমখানার অনুদান আত্মসাতের অভিযোগ উঠেছে। আবদুল কাইয়ুম মাসুম নামে মাদ্রাসা ও এতিমখানার মোতওয়াল্লী এই অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার বিকালে গাজীপুর সিটি প্রেস ক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
কাইয়ুম মাসুম পূবাইল মেট্রো থানার ৪১নং ওয়ার্ডের বসুগাঁও এলাকার পাঠানবাড়ি কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানা মসজিদের প্রতিষ্ঠাতা জমিদাতা এবং মোতওয়াল্লি। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন।
কাইয়ুমের দাবি, আমার বাবার সম্মানে হাফেজ আহমেদ পাঠানকে ওই মাদরাসার মোতওয়াল্লি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারপর থেকে আহমেদ পাঠান ও ফ্যাসিবাদের দোসর পূবাইল থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী যুবলীগ নেতা জুয়েল পাঠানের যোগসাজশে এতিমখানার নামে অনুদান এনে ভাগবাটোয়ারা ও আত্মসাৎ করেন।
তিনি বলেন, মাদসারাসা ও এতিমখানার ত্রাণ ও পূনর্বাসনের ফাণ্ড থেকে পূর্ব লিস্ট অনুযায়ী, ১ টন চাউল বরাদ্দ হয়। যা আমি নিজে স্বাক্ষর করে ৪২ হাজার টাকা নিয়ে আসি। জুয়েল পাঠান ওই টাকার ভাগ চেয়ে আমাকে বিরক্ত করতে থাকে। এভাবে বিভিন্ন সময় চালের টাকা চাইতে থাকলে চাপে পড়ে আমি গাজীপুর সদর ইউএনও অফিসকে জানাই।
ইউএনও অফিসের কর্মকর্তা উজ্জ্বল সাহেব তদন্ত করে আমাকে ১ টন চালের টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলেন। চলতি ১৭ জুলাই গাজীপুর সদর উপজেলা কমপ্লেক্স সোনালী ব্যাংক শাখায় ৪২ হাজার টাকার পরিবর্তে (চালান নং ২৫২৬০০০১৫৮৪৭৩৪১) ৫৬,৩৯০ টাকা (ছাপান্ন হাজার তিন শত নব্বই টাকা) জমা দিই।
