আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৬:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের দিকে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাদশা আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান আমিনুল ইসলামকে ডেভিল হান্টের অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাকে গাইবান্ধার বিএনপির অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
