Logo
Logo
×

সারাদেশ

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৭:১৮ পিএম

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মো. রকমান নামে এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ২১ জুলাই খুমেক হাসপাতালে বছরের প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছিল। মো. রকমান (২৫) করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া চতুর্থ রোগী।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, খুলনা মহানগরের হরিণটানার রায়েরমহল এলাকার বাসিন্দা মো. আনোয়ারের ছেলে মো. রকমান বুধবার রাত সাড়ে ১১টায় করোনা ইউনিটের রেড জোনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম