গ্রেফতার ব্যক্তিরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর লালবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।
বুধবার (৩০ জুলাই) সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- রবিন, আমানউল্লাহ, লাভলু, হারুন মোড়ল, টুটুল, শান্ত মাঝি, জাহাঙ্গীর, ভুট্টু মন্ডল, বাবু মিয়া, জিয়া শেখ, নূর নবি মিয়া, সাত্তার হাওলাদার, কামাল হোসেন, রাজিব সরদার, হেদায়েত উল্লাহ, আরিফ হোসেন, সাব্বির ও হৃদয়।
লালবাগ থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, আমরা পূর্বনির্ধারিত অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি রেখেছি। এরই অংশ হিসেবে বুধবার দিনভর অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে আর ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওসি জানান, গ্রেফতারদের মধ্যে কেউ কেউ চুরি, ছিনতাই, মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগে আগেও পুলিশের নজরদারিতে ছিলেন। লালবাগ এলাকাকে অপরাধমুক্ত করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
