Logo
Logo
×

সারাদেশ

নির্বাচন কমিশন গাজীপুরবাসীকে বৈষম্য থেকে মুক্ত করেছে: মাজহারুল আলম

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১১:১১ পিএম

নির্বাচন কমিশন গাজীপুরবাসীকে বৈষম্য থেকে মুক্ত করেছে: মাজহারুল আলম

ছবি: যুগান্তর

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, ফ্যাসিস্ট কুশীলবদের কারণে সংসদীয় সীমানা নিয়ে গাজীপুরবাসী বিপাকে ছিল। একটা আসনে ভোটার সংখ্যা ছিল প্রায় ৮ লাখ; যা দেশের যে কোনো আসনের তুলনায় সবচেয়ে বেশি বৈষম্যমূলক। বাসন থানা এবং বাড়িয়া ইউনিয়নের জনগণকে চরমভাবে বঞ্চিত করে রাখা হয়েছিল।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন গাজীপুরে একটি আসন বাড়িয়ে অত্যন্ত সুবিচার করেছেন এবং গাজীপুরের লাখ লাখ মানুষকে বৈষম্য থেকে মুক্ত করেছেন। গাজীপুরবাসী প্রধান নির্বাচন কমিশনারসহ সব নির্বাচন কমিশনারদের প্রতি কৃতজ্ঞ।

বৃহস্পতিবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন নার্সিং কলেজের বিদায়ী ছাত্রছাত্রীদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নার্সিং কলেজের অধ্যক্ষ উম্মে সালমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডা. আলী আকবর পলান, সদস্য সচিব ডা. মোহাম্মদ খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ডা. শাহজাহান সিরাজ, নার্সিং সুপারিন্টেন্ডেন্ট আরতী মিশ্রি এবং উক্ত কলেজের ছাত্রছাত্রীদের সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম