Logo
Logo
×

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৪:১৪ এএম

সিদ্ধিরগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুপক্ষ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় হওয়া এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সংশ্লিষ্টরা বলছেন, জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে।

জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক শাহ আলম মানিক ও বিএনপি নেতা রুহুল আমিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানায় স্থানীয়রা।  তারা বলছেন, সংঘর্ষের সময় গুলিবর্ষণও হয়েছে। তবে পুলিশ তা অস্বীকার করেছে।

বিএনপি নেতা রুহুল আমিন বলেন, ‘শাহ আলম মানিক আমার দলের একজন নিরীহ কর্মী বাবলুকে পিস্তল দিয়ে মারধর করেন। পরে আমরা জানতে চাইলে মানিক পালিয়ে যান। আমাদের কেউ গুলি চালায়নি, বরং মানিকই ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করেছে।’

অন্যদিকে, শাহ আলম মানিক অভিযোগ করেন, ‘আমি আমার বাড়ির সামনে বসেছিলাম। হঠাৎ রুহুল আমিন ৫০ থেকে ৬০ জন সহযোগী নিয়ে অস্ত্রসহ হামলা চালায়। তারা ছয় রাউন্ড গুলি ছুঁড়ে এবং আমার ব্যানার ভাঙচুর করে। হামলার সিসিটিভি ফুটেজও রয়েছে।’

হাসপাতালে চিকিৎসাধীন বাবুল হোসেনের ভাই সেলিম মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার ভাইয়ের জমি দখল করতে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে ব্যাপক নির্যাতন করা হয়েছে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কোনো গুলির ঘটনা ঘটেছে বলে আমরা নিশ্চিত না। এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম