ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উপজেলার সামনে জলাবদ্ধতায় মহাসড়ক যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে সাধারণ জনগণ পড়েছেন দুর্ভোগে। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার চাইতে ড্রেন উঁচু করার কারণে সামান্য বৃষ্টিতে জমে যাচ্ছে পানি।
শুক্রবারের বৃষ্টিতে উপজেলার সামনে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় ও শাহদৌলা সরকারি কলেজ মার্কেটের সামনের রাস্তায় পানি থৈ থৈ করছে। অপরিকল্পিত ড্রেন নির্মাণের কারণে রাস্তা থেকে বৃষ্টির পানি নামতে পারছে না। ড্রেন নির্মাণে ব্যাপক অর্থ ব্যয় করা হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
বাঘা পৌরসভার বাসিন্দা আকবর হোসেন বলেন, জলাবদ্ধতার কাছে সবচেয়ে বেশি মাত্রায় জিম্মি হয়ে পড়েছি আমরা। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার চাইতে ড্রেন উঁচু করার কারণে সামান্য বৃষ্টিতে জমে যাচ্ছে পানি।
বাঘার সিএনজিচালক আলী হোসেন বলেন, সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে বাঘা উপজেলা কার্যালয়ের সামনে থেকে পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত গাড়ির চাকা ঘোরানোই চ্যালেঞ্জ হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার বলেন, মহাসড়কের কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হলে আর সমস্যা থাকবে না।
