পদ্মার এক পাঙ্গাসের দাম সাড়ে ৫৭ হাজার টাকা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৭:১৭ পিএম
পাঙ্গাশ মাছটিসহ ক্রেতা ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নাম্বার ফেরিঘাট এলাকায় বাচ্চু হালদারের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। যার দাম নির্ধারিত হয়েছে ৫৭ হাজার ৫শ টাকা।
শুক্রবার ভোরের দিকে দৌলতদিয়ার ৫ নাম্বার ফেরিঘাট এলাকার ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ পাঙ্গাসটি ২ হাজার তিনশ টাকা কেজি দরে কিনে নেন।
জেলে বাচ্চু হালদার বলেন, বৃহস্পতিবার রাতে আমি ও আমার সঙ্গীরা মিলে জাল ফেলে বসে থাকি। পরে শুক্রবার ভোরের দিকে জালে জোরে একটি ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। জালটি ওঠানোর পর দেখতে পাই একটি বড় পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটি ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে ২ হাজার তিনশ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৫শ টাকায় বিক্রি করেছি।
এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ যুগান্তরকে বলেন, বাচ্চু হালদারের কাছ থেকে ২৫ কেজি ওজনের পাঙ্গাসটি ৫৭ হাজার ৫শ টাকায় কিনে নিয়েছি। এখন কেজিতে কিছু লাভে অনলাইনের মাধ্যমে মাছটি বিক্রি করে দেব।
