Logo
Logo
×

সারাদেশ

কারাগারে খালাতো ভাইকে দেখতে গিয়ে গাঁজাসহ যুবক আটক

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৭:৩৪ পিএম

কারাগারে খালাতো ভাইকে দেখতে গিয়ে গাঁজাসহ যুবক আটক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি খালাতো ভাইকে দেখতে এসে থেকে গাঁজাসহ নয়ন চন্দ্র মন্ডল নামে এক ব্যক্তি আটক হয়েছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে কারাগারে প্রবেশের আরপি গেটে দেহ তল্লাশিকালে তাকে আটক করা হয়। পরে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নয়ন দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় রতন মন্ডলের ছেলে।

জানা যায়, কারাবন্দি খালাতো ভাই সিনহাত মন্ডলকে দেখতে আসেন নয়ন। এ সময় আরপি গেটে দায়িত্বরত কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে প্যান্টের পেছনের পকেট থেকে গাঁজা উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার একেএম মাসুম আহমেদকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ আকতার হোসেন বলেন, দুই পুরিয়া গাঁজাসহ একজনকে কারা কর্তৃপক্ষ আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম