মাইলস্টোন ট্র্যাজেডি
ফাতেমার কবরে বিমানবাহিনী প্রধানের শ্রদ্ধা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১০:০২ পিএম
ফাতেমা আক্তার (৯) কবরে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী ফাতেমা আক্তার (৯) কবরে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।
শনিবার দুপুরে ফাতেমার কবরে শ্রদ্ধা এবং স্বজনদের প্রতি সমবেদনা জানাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামে আসেন বিমান বাহিনীর ১৯ সদস্যের একটি দল।
বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মো. আসিফুজ্জামান ও মাফরুহা বেগমের নেতৃত্বে ফাতেমার বাবা কুয়েত প্রবাসী বনি আমিন ও স্থানীয়দের নিয়ে কুনিয়া কওমি ও কারিগরি মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে যায় দলটি।
সেখানে স্কোয়াড্রন লিডার মো. আসিফুজ্জামান ও অন্য সদস্যরা বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে ফাতেমার কবরে শ্রদ্ধা জানান। পরে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে ফাতেমাসহ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত সবার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন কুনিয়া কওমি ও কারিগরি মাদ্রাসার মুহতামিম মাওলানা জাহিদুল ইসলাম। এ সময় চিতলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফাতেমার বাড়িতে তার বাবা-মা ও স্বজনদের সান্ত্বনা ও সমবেদনা জানান বিমান বাহিনীর কর্মকর্তারা। ফাতেমা আক্তার আনিশা চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী বনি আমিন ও গৃহবধূ রুপা দম্পতির বড় মেয়ে।
বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে বাড়িতে এসে শ্রদ্ধা জানানোয় কৃতজ্ঞতা জানিয়েছেন ফাতেমার বাবা প্রবাসী বনি আমিন। তিনি বলেন, আমার মেয়েকে তো আর কোনো দিন পাব না। তারপরও বিমান বাহিনীর কর্মকর্তারা আমার মেয়ের কবরের কাছে এসেছেন, সম্মান দেখিয়েছেন, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
ফাতেমার প্রতিবেশি ছাত্তার শেখ বলেন, ফাতেমার মত মৃত্যু যেন আর কারো না হয়। শিশুটিকে রাষ্ট্র যে সম্মান দেখিয়েছে, এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।
২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় ফাতেমা আক্তার আনিশা সহ অনেক শিক্ষার্থী হতাহত হয়।
