Logo
Logo
×

সারাদেশ

হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে দেখতে গিয়ে বাবার মৃত্যু

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৭:১৭ এএম

হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে দেখতে গিয়ে বাবার মৃত্যু

হাসপাতালে চিকিৎসাধীন সন্তানকে দেখতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আবদুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি। 

শনিবার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। 

আবদুর রহমান চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার মুখ দিয়ে রক্ত বের হওয়ায় আব্দুস সাত্তারকে (৩২) যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন অসুস্থ ছেলেকে দেখতে হাসপাতালে যান আব্দুর রহমান। তিনি হাসপাতালের লেবার ওয়ার্ডের সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। 

এ সময় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেন তার বেয়াই নজরুল ইসলাম। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

মৃতের বিয়াই নজরুল ইসলাম জানান, ছেলের সঙ্গে ওয়ার্ডে দেখা করে বেয়াই আর আমি হাসপাতালের নিচে এসে বহির্বিভাগের সামনের চেয়ারে বসে গল্প করছিলাম। এক পর্যায়ে হঠাৎ করে বেয়াই মুখ থুবড়ে পড়ে যান।  দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগ নেওয়া হয়। পরীক্ষা নীরিক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম