কোনাবাড়ী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৬:০৮ পিএম
কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কোনাবাড়ী প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কোনাবাড়ী প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে আহ্বায়ক কমিটি করা হয়েছে।
আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক জনতার প্রতিনিধি আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক দৈনিক নতুন ভোরের রেজা চৌধুরী, সদস্য সচিব দৈনিক আমাদের সময়ের অজয় সরকার ঝুটন, সদস্য করা হয়েছে দৈনিক জনতার বিনয় সরকার ও দৈনিক নিরপেক্ষের শফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, যায়যায়দিন পত্রিকার কোনাবাড়ী প্রতিনিধি তৌফিক ইসলাম, দৈনিক দেশবার্তা পত্রিকার গাজীপুর প্রতিনিধি কবির হোসেন খান, দৈনিক কালবেলা পত্রিকার কোনাবাড়ী প্রতিনিধি মানিক খান, দৈনিক মুক্ত বলাকার গাজীপুর প্রতিনিধি আমিনুল ইসলাম, আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর হাসান, কোনাবাড়ী প্রেসক্লাবের সদস্য আরজু প্রমুখ।
