Logo
Logo
×

সারাদেশ

সাবেক ইউপি সদস্যকে অপহরণ করে কুপিয়ে হত্যা

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৬:৪৬ পিএম

সাবেক ইউপি সদস্যকে অপহরণ করে কুপিয়ে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা ওয়ার্ডের সাবেক সদস্য আলাউদ্দিনকে (৫৫) অপহরণ করে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার দুপুরে তার গ্রাম আলিয়ারা থেকে সিএনজি দিয়ে তাকে অপহরণ করে মৌকরা ইউনিয়নের চান্দাইশ এলাকায় নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়।

জানা যায়, গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দেড় মাস থেকে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ ২৫ জুলাই দুপক্ষের মধ্যে গুলাগুলি হয়ে গুলিবিদ্ধ হয় ছয়জন। এ ঘটনার সূত্র ধরে রোববার আলাউদ্দিনকে অপহরণ করে তুলে নিয়ে হাতপা বেঁধে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা তারেক ভূঁইয়া বলেন, তার মামা আলাউদ্দিন মেম্বারকে কয়েকজন অজ্ঞাত লোক অপহরণ করে সিএনজিতে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার শফিকুল ইসলাম বলেন, দুপুরে আলাউদ্দিন নামে একজনকে ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চেক করে দেখা যায় সে মৃত। তবে গুলিবিদ্ধ কিনা বিষয়টি নিশ্চিত না। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, পূর্বের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম