Logo
Logo
×

সারাদেশ

নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

Icon

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম

নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভৈরব নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো- জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে জুনায়েদ (৬) ও একই গ্রামের মো. সজীবের ছেলে রিমন (৭)।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, নদীতে পাট জাগ দেওয়া ছিল। রোববার দুপুর ১২টার দিকে নদীতে গোসল করতে নামে জুনায়েদ ও রিমন। তারা গোসল করতে নেমে জাগের ওপরে খেলা করছিল। এর মধ্যে কোনো এক সময় দুজন পানিতে ডুবে যায়। এ সময় পাশের অন্য শিশুরা চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন পানিতে নেমে মৃত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে।

এ বিষয়ে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। তবে আমাদের ফোর্স যাওয়ার আগেই এলাকাবাসী লাশ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম