ট্রলি-বাণিজ্য
শেবাচিমের ওয়ার্ড মাস্টার ও ছেলে অফিস সহায়ক বরখাস্ত
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১০:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ট্রলি-বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ এবং তার ছেলে অফিস সহায়ক বায়েজিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া অভিযোগ তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি করেছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবে।
চিঠিতে বলা হয়, স্বাস্থ্য খাতে সংস্কার আন্দোলনের নামে কয়েক দিন ধরে ছাত্র-জনতা বরিশালে আন্দোলন করছে। শনিবার আন্দোলনকারীরা শেবাচিম হাসপাতালের সামনে অবস্থান নিয়ে এ দুজনের বিরুদ্ধে ট্রলি-বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ তুলেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন না করতে বলা হয়েছে ওই চিঠিতে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. মাজহারুল রেজওয়ান, ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. ফয়সাল আহমেদ ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিল মিয়া।
