টাঙ্গুয়ার হাওড়ে ২ হাজার চাঁই জব্দ করলেন ডিসি
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১০:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওড় থেকে নিষিদ্ধ ২ হাজার প্লাস্টিকের চাঁই জব্দ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি)।
রোববার দুপুরে জেলার তাহিরপুরের মানিকখিলা গ্রামসংলগ্ন টাঙ্গুয়ার হাওড়ের সংরক্ষিত জলাভূমিতে চুরি করে মাছ ধরাকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্লাস্টিকের তৈরি নিষিদ্ধ চাঁইগুলো জব্দ করেন।
পরবর্তীতে হাওড় তীরবর্তী গ্রামবাসীর উপস্থিতিতে জব্দকৃত চাঁইগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
ওই সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব খান প্রমুখ উপস্থিত ছিলেন।
