Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০১:৩৭ পিএম

সিরাজগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জের সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের বরাতে সিরাজগঞ্জ সদর থানার ওসি আহসানুজ্জামান বলেন, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদীপথে আনা হচ্ছিল।  যমুনা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা দুজনকে ধরে ফেলেন গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ একজনকে মৃত ও একজনকে আহত অবস্থায় পায়।  আহত ব্যক্তিকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সিরাজগঞ্জ নৌ-পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, গরু চুরি করে যমুনা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা দুজনকে ধরে ফেলেন গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে তাদের মৃত্যু হয়। বর্তমানে লাশ দুটি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম