বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের মায়ের মৃত্যু
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০২:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিয়ের সব আয়োজন সম্পন্ন। বাড়িভর্তি মেহমান। বরপক্ষ আসবে আসবে বলে অপেক্ষার প্রহর গুনছে কনে পক্ষের লোকজন। এরই মধ্যে ঘটলো বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কনের মা। মুহূর্তেই পরিবারে নেমে এলো শোকের ছায়া।
রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে হবিগঞ্জের
নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি ইউনিয়নের খড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আরতি সরকার (৫০) ওই গ্রামের শ্রীনন্দ
সরকারের স্ত্রী।
জানা গেছে, শ্রীনন্দ ও আরতি দম্পতির কলেজ
পড়ুয়া মেয়ে স্বর্ণা সরকারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর
উপজেলায়। রোববার রাত ৯টায় ছিল বিয়ের আনুষ্ঠানিকতা।
সন্ধ্যা ৬টার দিকে কনের মা আরতি সরকার
ঘর ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় অসাবধনতাবশত তিনি দরজার পাশে থাকা বিদ্যুতের তার স্পর্শ করলে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে
চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের কালিবাড়িতে কনের বিয়ে সম্পন্ন
হয়।
