গাজীপুর সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৩:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে গাজীপুর সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে মহানগরের কোনাবাড়ী নিউমার্কেটের দ্বিতীয় তলায় কার্যালয়টি উদ্বোধন করা হয়।
গাজীপুর সাংবাদিক সমিতির সভাপতি ও যুগান্তর
প্রতিনিধি শফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুর রহমান
বলেন, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। এ বিবেককে সঠিকভাবে উপস্থাপন করে সমাজ সংস্কারের
ভূমিকায় ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে
কোনো সহযোগিতার প্রয়োজন হলে যে কোনো সময় গণমাধ্যমকর্মীদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত
করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোনাবাড়ীর
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম মিয়াজী, কোনাবাড়ী থানা যুবদলের সিনিয়র
যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, চ্যানেল এসের প্রতিনিধি জামাল উদ্দিন, গাজীপুর
সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সাধারণ রেজাউল করিম মজুমদার, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার
রেনু, সকালের সময় পত্রিকার প্রতিনিধি হাসমত মিয়া, কোনাবাড়ী থানা শ্রমিক দলের যুগ্ম
সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেল প্রমুখ।
