Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক আহত

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:০৬ পিএম

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক আহত

ফাইল ছবি

সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ এর গুলিতে শেখ আলমগীর হোসেন নামে এক কৃষক আহত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে লক্ষীদাড়ি সীমান্তের ১নং বিজিবি পোস্টের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলমগীর হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ আলমগীর হোসেন (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে। তিনি পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানায় এলাকাবাসী।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর হোসেন জানান, বাড়ির নিকটবর্তী কুমড়োর খালের পাশে বিজিবির ১নং পোস্টের পাশে শূন্যরেখা বরাবর সরকারি খাস জমিতে তার একটি মাছের ঘের রয়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ওই ঘের নেট দিয়ে ঘিরতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তার মাথা, মুখমন্ডল, চোখের ভুরুসহ বিভিন্ন স্থানে ছররা গুলি লাগে।

ভোমরা এলাকার ভাড়ায় চালিত মটরসাইকেল চালক জামাল হোসেন জানান, সোমবার সকালে ভোমরা বন্দরের জাহাঙ্গীর মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ জাহাঙ্গীর হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

তবে গ্রামবাসী জাকির হোসেন ও আব্দুল কাদের জানান, আলমগীর দীর্ঘদিন পাচার ও চোরাচালানের সঙ্গে যুক্ত রয়েছেন। সীমান্তে সরকারি জায়গায় তার মাছের ঘের থাকলেও মূল পেশা চোরাচালান। সোমবার ভোরে ভারত থেকে চোরাচালানি পণ্য আনতে গেলে বিএসএফ তাকে গুলি করে। এ সময় তার অন্য দুই সহযোগী পালিয়ে যায়।

গুলিবিদ্ধ আলমগীরের বোন পারভিন আক্তার ও ভাবী আলেয়া খাতুন জানান, সীমান্তের মাছের ঘেরে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে আলমগীরকে জরুরি বিভাগে আনা হয়। তার মুখমন্ডল, মাথাসহ বিভিন্ন স্থানে ছররা গুলি লাগার চিহ্ন রয়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরার ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার জহির আহম্মেদ জানান, তিনি আলম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছেন। এ ঘটনার তদন্ত করা হচ্ছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উপ-পরিদর্শক সেকেন্দার আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম