Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে এক সরকারি চাকরিজীবীর বাড়িতে চুরি

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:০৭ পিএম

সোনারগাঁয়ে এক সরকারি চাকরিজীবীর বাড়িতে চুরি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামে রোববার গভীর রাতে এক সরকারি চাকরিজীবীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা-পয়সা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী আলিফ লায়লা তানিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁ থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামে বসবাসরত আলিফ লায়লা তানিয়া আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

প্রতিদিন তিনি সোনারগাঁ উপজেলার বন্ধেরা গ্রামের নিজ বাসা থেকে আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসে নিজ কর্মস্থলে আসা-যাওয়া করেন। তার স্বামী প্রবাসে থাকায় বাড়ি বেশির ভাগ সময় ফাঁকাই পড়ে থাকে।

প্রতিদিনের ন্যায় রোববার সকালেও বাড়ির প্রধান ফটকে ও দরজায় তালা লাগিয়ে আলিফ লায়লা তানিয়া তার কর্মস্থলে যান। পরবর্তীতে বিকালে তার কর্মস্থল থেকে বাড়িতে না গিয়ে পৈতৃক বাড়ি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মনারকান্দিতে জরুরি কাজে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যান। সেখানে তিনি বাবা-মায়ের সঙ্গে রাতযাপন করেন।

এ সুযোগে রোববার গভীর রাতে কোনো এক সময় চোরের দল বাড়ির প্রধান ফটকের ও দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চোরের দল বাড়ির রুমের আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার; যার আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, সরকারি চাকরিজীবীর বাড়িতে চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম