Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ছাত্র-জনতার ‘ভয়েস অব জুলাই’ আত্মপ্রকাশ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১০:৩২ পিএম

বগুড়ায় ছাত্র-জনতার ‘ভয়েস অব জুলাই’ আত্মপ্রকাশ

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিপ্লবী ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব জুলাই’ আত্মপ্রকাশ করেছে।

সোমবার বিকালে বগুড়া শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে আজিম উদ্দিনকে আহবায়ক, ছাব্বির আহমেদ রাজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নাজমুল হাসান নেহালকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির ২১ জন যুগ্ম আহ্বায়ক হলেন- আব্দুল্লাহ আল নোমান সাব্বির, মাহমুদুল হাসান, এমকে এ বিলাস, আব্দুল্লাহ আল আরাফাত, নিয়ামুল হাসান বাঁধন, ওহাব রিয়াজ, আব্দুল মোমিন, ইব্রাহীম হোসাইন, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম বুলবুল, আফসানা মিমি, নুর আফরিন নিহান, আনান রহমান, রায়হান হোসেন, রেজাউল সরকার রেজা, সানজিদা আনজুম এশা, তাজনুর ইসলাম, আফরিন সুলতানা, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, মিজান রহমান।

এছাড়া নোমান বিন রশিদ, নজরুল ইসলাম, বৃষ্টি পারভীন, আইয়ুব আলী, রবিন খন্দকার, ফাহিমা আক্তার মুক্তা, রাসেল মাহমুদ, আল আমিনসহ ২৭ জনকে সদস্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, ছাত্র-ছাত্রীদের জন্য সহায়তা, সাহিত্য-সংস্কৃতি চর্চা, স্থানীয় ও জাতীয় পর্যায়ে সামাজিক সমস্যা নির্মূলের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং ক্যাম্পাসে গণতন্ত্র চর্চার পরিবেশ তৈরি করতে সংগঠনটি কাজ করবে। ‘ভয়েস অব জুলাই’ কমিটিতে সবাই জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা। অনেকে আহত এবং মিথ্যা মামলায় নির্যাতিত। জুলাইকেন্দ্রিক অনেক সংগঠন হয়েছে। তাদের অনেকে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করার চাইতে নিজেদের আখের গোছানো নিয়ে ব্যস্ত। সবাই ক্রেডিটবাজিতে নেমে পড়েছে। ব্যস্ততার মাঝে হারিয়ে গেছে জুলাইয়ের সেই ঐক্য। সাধারণ ছাত্র-জনতার অবদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম