Logo
Logo
×

সারাদেশ

রাস্তায় সন্তান প্রসব করা সেই নারী ১৯ মাস পর ফিরে গেল পিতার বাড়ি

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১০:৪৩ পিএম

রাস্তায় সন্তান প্রসব করা সেই নারী ১৯ মাস পর ফিরে গেল পিতার বাড়ি

রাস্তার সন্তান প্রসব করা সেই মানসিক ভারসাম্যহীন নারী সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ফিরে পেল তার আপন ঠিকানায়। শিশু জন্ম দেওয়ার ৬ দিন পর এবং হারিয়ে যাওয়ার ১৯ মাস পর তার পিতা আলমগীর হোসেন তাকে নিয়ে গেছেন।

বরগুনা জেলার বেতাগী থানার উত্তর চন্দকানী গ্রামে তার বাড়ি। গত ২৯ জুলাই খুলনার পাইকগাছার পৌর সদরের প্রধান সড়কের পাশে একটি দোকানের সিঁড়ির উপর সন্তান প্রসব করেছেন ওই নারী।

এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে ফেসবুকে দেখে ওই নারীর সন্ধান পায় তার পরিবার। সেই সূত্র ধরে সোমবার দুপুরে তার বাবা আলমগীর আসেন পাইকগাছা হাসপাতালে। চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে নিয়ে যান।

পিতা আলমগীর হোসেন জানান, ১২ বছর আগে থেকে মেয়ের মাথায় সমস্যা। ১৯ মাস আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। তার পাঁচ সন্তানের মধ্যে এই মেয়েই তার বড়।

সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, পাইকগাছা হাসপাতাল থেকে তাকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর সুপারিশ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের তত্ত্বাবধানে তাকে তার পিতার সঙ্গে সেখানে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, ওই নারীর পরিবারটি খুবই অসহায়। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নবজাতককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। অনেকেই শিশুটিকে দত্তক নিতে আবেদন করেছেন। আইনি প্রক্রিয়ায় সুব্যবস্থা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম