গোপালগঞ্জে হামলার সমন্বয়কারী ছাত্রলীগ নেতা গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অন্যতম সমন্বয়কারী মাশরিকুল ইসলাম ইমনকে (৩২) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি জানান, গ্রেফতার ইমন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের উপ-আইনবিষয়ক সম্পাদক এবং গণবিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইলে চাঞ্চল্যকর সুমন হত্যাসহ একাধিক হত্যা মামলার অন্যতম আসামি সে।
এছাড়া আরেক অভিযানে মানিকগঞ্জ থেকে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন-সমীর মৌলিক (৩৫) ও মো. মাহামুদুল হাসান মুন্নু দেওয়ান (৪৫)।
