Logo
Logo
×

সারাদেশ

আ.লীগের ৬ নেতাকর্মীর পাঁচ দিনের রিমান্ড

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১০:৫৩ পিএম

আ.লীগের ৬ নেতাকর্মীর পাঁচ দিনের রিমান্ড

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকালে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল বারী তাদের রিমান্ড মঞ্জুর করেন। বগুড়ার ডিবি ইন্সপেক্টর রাকিব হোসেন এসব তথ্য দিয়েছেন।

আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সাবেক যুবলীগ নেতা আমিনুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা আবদুল মতিন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম আরিফ ও ছাত্রলীগ কর্মী আশরাফুল ইসলাম তানজিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, আন্দোলনে স্কুলশিক্ষক সেলিম হোসেন হত্যা মামলায় গ্রেফতার আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, আরিফুল ইসলাম আরিফ ও মাশরাফি হিরোকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম জানান, আন্দোলনে রিকশাচালক আবদুল মান্নান হত্যা মামলার আসামি আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, আবদুল মতিন সরকার, মাশরাফি হিরো এবং আশরাফুল ইসলাম তানজিলকে পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

ডিবি ইন্সপেক্টর রাকিব হোসেন জানান, বগুড়া কারাগারে থাকা ছয় আসামিকে সুবিধামতো সময়ে আনা হবে। এরপর আদালতের নির্দেশনা অনুসারে তাদের দুটি পৃথক হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম