তিন দফা দাবি
১৬ ঘণ্টা পর পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
তিন দফা দাবি আদায়ে সুনামগঞ্জ জেলা পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ১৬ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। এতে দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা।
সোমবার (৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আশ্বাসে তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে দেওয়া অনির্দিষ্টকালের বাস মালিক ও শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পরিবহণ মালিক-শ্রমিক সংগঠনের নেতারা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) প্রশাসন, পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। এতে আশ্বাস দেওয়া হয় তিন দফা দাবির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সুনামগঞ্জ জেলা পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। ফলে এ রুটে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এদিকে রোববার রাত ৮টা থেকে ডাকা ৩ দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল হয়ে পড়ে জেলার যোগাযোগ ব্যবস্থা।
সোমবার (৪ আগস্ট) সকালে শহরের প্রধান ওয়েজখালির প্রধান বাসস্ট্যান্ড অবরুদ্ধ রেখে কর্মবিরতি পালন করে মালিক-শ্রমিক এক্য পরিষদের সদস্যরা।
এ রুটে সকাল থেকে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেয়নি শ্রমিকরা। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েন। সুনামগঞ্জ থেকে সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে যেতে সুনামগঞ্জ বাসস্ট্যান্ডে আসা যাত্রীরা।
পরিবহণ মালিক ও শ্রমিকদের তিন দফা দাবিগুলো হলো-যারা গাড়ি ভাঙচুর করে ও মারধর করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একজন বাসচালক পাঁচ মাস ধরে জেলে আছে, তার জামিন দিতে হবে। এছাড়া সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ারের উপর হামলা করে সন্ত্রাসীরা তার হাড় ভেঙে দিয়েছে, এ মামলার আসামিদের গ্রেফতার করতে হবে।
পরিবহণ শ্রমিকদের ডাকা আকস্মিক কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েন অফিস আদালত, স্কুল-কলেজেসহ জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে উপায় না পেয়ে অনেকেই বাড়ি ফিরে যান। কেউ কেউ বাসস্ট্যান্ড এলাকায় পরিবার পরিজন নিয়ে অনিশ্চিত সময় পার করেছেন। এমন পরিস্থিতিতে পরিবহণ সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
জেলার মধ্য নগর উপজেলা থেকে আসা সেরুজ্জামান বলেন, আমারা সারারাত লঞ্চে করে সকালে শহরে এসেছি। সিলেট শাহজালালের মাজারে যাব, বাসস্ট্যান্ডে এসে শুনি ধর্মঘট।
অপর যাত্রী আব্দুস সবুর বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। সকাল থেকে আটকা রয়েছি। কোনো কিছু হলেই বিনা নোটিশে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আমরা সাধারণ মানুষ পড়ি মারাত্মক ভোগান্তিতে।
সুনামগঞ্জ জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির জানান, প্রশাসন আমাদের দাবিগুলো পূরণের আশ্বাসে দিয়েছেন এবং ভবিষ্যতে এমন যেনো না হয় তাও বলেছেন। আমরা আশ্বস্থ হয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছি।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে সোমবার দুপুরে পরিবহণ শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসনের মধ্যে ফলপ্রসূ আলোচনা হওয়ায় দুপুরের পর থেকে মালিক-শ্রমিক আহুত অনির্দিষ্টকালের কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে।
