Logo
Logo
×

সারাদেশ

বরগুনার আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি গ্রেফতার

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১১:৪১ এএম

বরগুনার আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি গ্রেফতার

ছবি: যুগান্তর

বরগুনার আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সদর উপজেলার ক্রোক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার বিকালে আদালত থেকে জেলহাজতে পাঠানোর সময় হাতকড়া খুলে পালিয়ে যায় এ আসামি।

বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া আল আমিন উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

জানা যায়, আল আমিনের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী ২০১৮ সালে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে একটি পারিবারিক মামলা করেন। মামলায় আল আমিনের বিরুদ্ধে ডিক্রি জারি করা হয়।  এমনকি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত শনিবার বরগুনা থানার পুলিশ আল আমিনকে গ্রেফতার করে। রোববার আদালতে হাজির করলে সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে আসামিদের কারাগারে নেওয়ার পথে জেলা ও জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় আল আমিন হাতকড়া খুলে পালিয়ে যায়।

ওসি ইয়াকুব হোসেন বলেন, আসামি পালানোর ঘটনায় কোর্ট পুলিশের পক্ষ থেকে আমিরুল ইসলাম বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা করেন। মামলার একদিন পরে অভিযান পরিচালনা করে আল আমিন নামের ওই পলাতক আসামিকে ক্রোক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম