Logo
Logo
×

সারাদেশ

টালবাহানা করলে ইউনূসকেও বিদায় নিতে হবে: সাখাওয়াত

Icon

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৭:০৮ পিএম

টালবাহানা করলে ইউনূসকেও বিদায় নিতে হবে: সাখাওয়াত

ছবি: যুগান্তর

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ চালাবে, এর বিকল্প নাই। আমরা অবিলম্বে নির্বাচন চাই। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করলে ইউনূস সাহেবকেও ফ্যাসিস্টদের মতো বিদায় নিতে হবে।

জেলার মনোহরদীতে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় রচিত হয়েছিল, আজকে সেই বিজয়কে স্মরণ করে বিজয় মিছিলের মাধ্যমে আমরা জানান দেবো- গণতন্ত্রের বাইরে কোনো শক্তি নাই।

সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে মনোহরদীর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিজয় র্যালি বের হয়। বিজয় র্যালিটি মনোহরদী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেষ হয়।

সকাল থেকে মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলার সব ইউনিয়ন, পৌরসভার ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা এসে জড়ো হন সভাস্থলে।

এতে উপস্থিত ছিলেন- বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন ও যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, মনোহরদী পৌর বিএনপির সভাপতি বাবুল মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হান্নান, শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, মহিলা দলের সভাপতি মাসুদা সুলতানা, সাধারণ সম্পাদক হাসিনা হিমু, পৌরসভার সাবেক কাউন্সিল শামসুন্নাহারসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম