শহীদ সাদিকের কবরে পুষ্পস্তবক অর্পণ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১০:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইল উপজেলার ঘাটাইলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হাফেজ সাদিকের কবরে মঙ্গলবার সকালে পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও মো. আবু সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল থানার ওসি মীর মোশাররফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সারোয়ার রিজভীসহ শহীদের পরিবারের স্বজন ও গ্রামবাসী।
ঘাটাইল উপজেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে সাগরদীঘি ইউনিয়নের ফুলমালীর চালা করিমগঞ্জ (ঘোনাপাড়া) গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ হাফেজ সাদিকুর।
গত বছরের ১৯ জুলাই শুক্রবার ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে পুলিশের গুলিতে সাদিক শহীদ হন। সেদিন অনেক খোঁজখবর নিয়ে তাকে পাওয়া যাচ্ছিল না।
পরদিন ২০ জুলাই উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ একটি গুলিবিদ্ধ লাশের আত্মীয়স্বজন না পেয়ে বেওয়ারিশ হিসেবে দাফনের প্রস্তুতি নিচ্ছিল। লাশের শরীরে ইসলামী পোশাক ও চেহারা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ আশপাশের মাদ্রাসাগুলোতে খবর দেয়। খবর পেয়ে আব্দুল্লাপুর উত্তরা জামিআ দ্বীনিয়া ইসলামীয়া মাদ্রাসা সুপার এসে সাদিকের লাশ শনাক্ত করেন।
