Logo
Logo
×

সারাদেশ

পিকনিকের লঞ্চে হামলায় ঢাকা-সিলেট সড়ক অবরোধ

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৫:৫২ পিএম

পিকনিকের লঞ্চে হামলায় ঢাকা-সিলেট সড়ক অবরোধ

ভৈরবে পিকনিকের লঞ্চে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। এ সময় প্রায় ৩০ মিনিট মহাসড়কে সব যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। 

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাড়কের ভৈরব দুর্জয় মোড়ে ঘণ্টাব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ২ আগস্ট ভৈরব শহরের কমলপুর এলাকাবাসী ভৈরব বাজার লঞ্চঘাট থেকে একটি লঞ্চযোগে ২শ লোক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় পিকনিকের জন্য রওনা দেন। পথে নরসিংদী জেলার রায়পুরার মেঘনা নদী এলাকায় পৌঁছলে দুর্বৃত্তকারী দল স্পিডবোটযোগে এসে পিকনিকের লঞ্চে হামলা চালায়। 

এ সময় এলোপাতাড়িভাবে লঞ্চে থাকা লোকজনের ওপর গুলি ছুড়ে। হামলাকারীরা লঞ্চে উঠে যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকাসহ সাউন্ড সিস্টেমের সরঞ্জাম, দুটি সাউন্ড বক্স লুট করে নিয়ে যায়। 

কমলপুর এলাকার ব্যবসায়ী শাহারিয়ার জিসান বলেন, ২ আগস্ট পিকনিকের লঞ্চ রায়পুরা এলাকার বালু মহালের পাশ দিয়ে যাওয়ার পথে হঠাৎ স্পিডবোটে এসে অস্ত্রসহ হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে লঞ্চে উঠে মারধর করে মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে। 

৭২ ঘণ্টা পার হলেও এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। 

রায়পুরা প্রশাসন ও ওসির কাছে দ্রুত সময়ের মধ্য বালু মহালের সঙ্গে জড়িত ও হামলাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। 

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- ছাত্রনেতা শরীফুল হক জয়, ব্যবসায়ী শাহারিয়ার জিসান, নাদিম জামান, সুমন আহমেদ, বাদল মিয়া প্রমুখ। 

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকায় এ ঘটনা ঘটায় সেই থানায় জানানো হয়েছে। ভুক্তভোগীদের সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম