Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৬:৪০ পিএম

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশি (১৭), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করা স্নেহা চক্রবর্তী (১৮) ও শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা সিএনজি যাত্রী শফিকুল ইসলাম (৫০)।

আহত দুইজন হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার লালারচর গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে ঐশী রানী পাল (১৮), শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরি গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে সিএনজিচালক রশিদ আহমেদ (২৫)।

আফসানা জাহান খুশি সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। স্নেহা চক্রবর্তীর গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাস এবং সুনামগঞ্জগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগামী বাসটি রংসাইডে গিয়ে সিএনজিকে আঘাত করে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অপর তিন যাত্রীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাস আটক করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম