ছবি: প্রতীকী
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে মাদক মামলায় মহবুল ওরফে কালু (৫২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। কালুর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকায়।
মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর হড়গ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, সাত বছর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় বিপুল পরিমাণ হেরোইনসহ মহবুলকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। সেই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। তবে তিনি ছিলেন আত্মগোপনে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদককারবারি মহবুলকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
