হাসপাতাল চত্বরে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার মিরপুরে হাসপাতাল চত্বর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মিরপুর থানা পুলিশের ওসি মমিনুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেছেন।
ওসি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরসংলগ্ন এলাকায় অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অর্ধগলিত লাশটি ৫-৭ দিন আগের। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
