Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে দেড় কোটি টাকার ইয়াবা আটক

Icon

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:৪৪ পিএম

সীমান্তে দেড় কোটি টাকার ইয়াবা আটক

শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২ হাজার ৫৭২ পিস ইয়াবা ও একটি ইয়ামাহা মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। 

বুধবার সীমান্তের মায়াঘাসি এলাকায় রামচন্দ্রকুড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্ট কর্নেল মেহেদি হাসান বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিনব কায়দায় মোবাইল ডিসপ্লে পাচার হচ্ছে- এমন খবরের ভিত্তিতে বিজিবি রামচন্দ্রকুড়া বিওপির সদস্যরা বুধবার ভোররাত ৩টার দিকে মায়াঘাসি এলাকায় অভিযান চালায়। 

এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে চোরাকারবারিরা ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫৭২ পিস ইয়াবা ও ইয়ামাহা বিএফজি ভার্সন-৩ মডেলের একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এসব চোরাইপণ্য উদ্ধার করে বিজিবির সদস্যরা। 

অধিনায়ক মেহেদি হাসান বলেন, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম