Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৭:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌথ অভিযান চালিয়ে সোয়া কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার রাতে পরিচালিত এ অভিযানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৬ কিলোমিটার অভ্যন্তরে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যেসব পণ্য জব্দ করা হয় তার মধ্যে রয়েছে— ভারতীয় নিষিদ্ধ ওষুধ, জিরা, শেরওয়ানি, মোবাইল ফোন, অরিও বিস্কুট, ফুচকা, কসমেটিকস সামগ্রী, শার্ট, কম্বল, কেমিক্যাল।

জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে এক কোটি ২২ লাখ ২৩ হাজার টাকা। এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম