Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় এনসিপি নেতাকে মারধরের ঘটনায় মামলা

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম

কলমাকান্দায় এনসিপি নেতাকে মারধরের ঘটনায় মামলা

জমি বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কলমাকান্দা উপজেলা সমন্বয় কমিটির সদস্য মেহেদী হাসান (১৯) ও তার পরিবারের তিনজনকে মারধরের অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আহত মেহেদী হাসান বাদী হয়ে ৮ জনের নামে কলমাকান্দা থানায় একটি মামলা করেন। মেহেদী হাসানের বাড়ি উপজেলার কৈলাটী ইউনিয়নের সেহড়াউন্দ গ্রামে।

মামলায় উল্লেখ করা হয়, বুধবার দুপুরে মেহেদীর বাবা মানিক মিয়া (৬৩) ও আজগড়া গ্রামের মনির মিয়ার (২৮) মধ্যে ধানখেতের আইল নিয়ে কথা কাটাকাটি হয়। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। পরে মনির মিয়াসহ ৭-৮ জনের একটি দল মেহেদী হাসান, তার বাবা মানিক মিয়া ও বড় ভাই আকাশ মিয়ার ওপর হামলা চালায়। এ সময় মেহেদীসহ তারা তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে মেহেদীর অবস্থার অবনতি দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে ৮ জনের নামে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম