|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের রুমায় দুর্বৃত্তের হামলায় অংচুং খুমী নামে এক জুমচাষি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে সড়কের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত অংচুং খুমী (৬০) রুমা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রফুংমক পাড়ার বাসিন্দার মৃত থাংয়াই খুমীর ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুধবার রুমা উপজেলার সদর ইউনিয়নের মেনদুইপাড়া থেকে প্রফুংমক পাড়ায় নিজের বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তের হামলায় অংচুং খুমী নিহত হন। বৃহস্পতিবার পাড়ার লোকজন সড়ক দিয়ে যাওয়ার সময়ে রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানিয়েছে। খবর পেয়ে পুলিশ বিকালে ঘটনাস্থলে গিয়ে জুমচাষির লাশ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, নিহত জুমচাষি অংচুং খুমী সম্প্রতি মেনদুইপাড়ার বাসিন্দা জাদি ম্রোর কাছে ৩০টি সেগুনগাছ বিক্রি করে। প্রতিটি গাছের দাম ছিল ১ হাজার ৫শ টাকা। মঙ্গলবার (৫ আগস্ট) পাওনা টাকা সংগ্রহের জন্য জাদি ম্রোর সঙ্গে মেনদুইপাড়ায় গিয়ে সেখানেই রাত্রিযাপন করেন। বুধবার নিজপাড়ায় ফেরার পথে কোনো এক সময়ে দুর্বৃত্তদের হাতে খুন হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় ঘটনার তথ্য পেতে ও লাশ উদ্ধারে সময় লেগেছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
