রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১০:০৮ পিএম
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি সরকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপির দ্রুত অনুমোদনের কোনো আশ্বাস না দেয়, তাহলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের মহাসড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এদিন সকাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অর্ধদিবস প্রশাসনিক কর্মবিরতি দিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছর পার হলেও এখনো পর্যন্ত তার স্থায়ী ক্যাম্পাস নির্মাণে মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিপিপি একনেক সভায় অনুমোদন দিচ্ছে না সরকার। ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে নানা দুর্ভোগ পোহাচ্ছে। ফলে তারা ক্যাম্পাস নির্মাণের দাবিতে ২৬ জুলাই থেকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
