Logo
Logo
×

সারাদেশ

নারীকে ধর্ষণ, সালিশে জরিমানার লাখ টাকা যুবলীগ নেতার পকেটে

Icon

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১০:৩৫ পিএম

নারীকে ধর্ষণ, সালিশে জরিমানার লাখ টাকা যুবলীগ নেতার পকেটে

দেলদুয়ারে ধর্ষণের ঘটনা সালিশে মীমাংসা করেছেন ইউপি চেয়ারম্যান। আর সালিশে ধার্য জরিমানার ১ লাখ টাকা যুবলীগ নেতা ও স্থানীয় ইউপি মেম্বার পকেটস্থ করেছেন। উপজেলার এলাসিন ইউনিয়নের আবাদপুর মধ্যপাড়ায় ঘটেছে এ ঘটনা।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে গ্রামের প্রবাসীর স্ত্রীর বসতঘর থেকে অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক করা হয় আবাদপুরের বাতেম মোল্লার ছেলে রিপন মোল্লাকে।

বুধবার এলাসিন ইউপি চেয়ারম্যান মানিক রতন ও তার পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার যুবলীগ নেতা সোহেলের মধ্যস্থতায় গ্রাম্য সালিশ বসে। সালিশে রিপনকে দোষী সাব্যস্ত করে ১ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত দেন চেয়ারম্যান মানিক রতনের নেতৃত্বে গঠিত জুরিবোর্ড। ঘটনাস্থলেই রিপনের কাছ থেকে নগদ ১ লাখ টাকা আদায় করে সোহেলের কাছে গচ্ছিত রাখেন চেয়ারম্যান। তবে ধর্ষণের শিকার ওই নারী জরিমানার টাকা পাননি বলে জানান। 

সোহেল বলেন, এলাসিন ইউনিয়ন কৃষক দলের সভাপতি রমিজ রেজা ও চেয়ারম্যান মিলে টাকার ভাগবাঁটোয়ারা করেছেন। আমার জানামতে ৫০ হাজার টাকা ওই নারীকে দিয়ে ৪০ হাজার টাকা স্থানীয় ক্লাবে দেওয়া হয়েছে। জরিমানার টাকা আমার পকেটে এ অভিযোগ ভিত্তিহীন।

কৃষক দল নেতা রমিজ রেজা বলেন, আমি টাঙ্গাইল শহরে ব্যক্তিগত কাজে ব্যস্ত আছি, এ বিষয়ে পরে কথা বলব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম