Logo
Logo
×

সারাদেশ

১৫ মামলার আসামি গ্রেফতার

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১১:৪৪ এএম

১৫ মামলার আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে ১৫ মামলার আসামি আমজাদ হোসেন ওরফে মামুনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আমজাদ ওই গ্রামের মোজাফফর বেপারীর ছেলে। পুলিশের দাবি, তিনি এলাকার শীর্ষ সন্ত্রাসী।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আমজাদকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। তাকে গ্রেফতারে বেশ কয়েকবার অভিযান চালানো হলেও বারবার কৌশলে তিনি পালিয়ে যান।  সর্বশেষ বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মাথাভাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তিতে আমজাদ সামান্য আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘আমজাদকে হাসপাতালের চিকিৎসা শেষে থানা হেফাজতে রাখা হয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম