Logo
Logo
×

সারাদেশ

সড়কের পাশে সন্তান জন্ম দিলেন নারী

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৮:২৫ পিএম

সড়কের পাশে সন্তান জন্ম দিলেন নারী

রাস্তার পাশে জন্ম নেওয়া শিশু। ছবি: যুগান্তর

চট্টগ্রামে সড়কের পাশে সন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। পরে নবজাতক এবং ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ট্রাফিক পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে দেওয়ানহাট মোড়ে এক ভারসাম্যহীন নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। কয়েক মিনিট পর ওই নারী একটি নবজাতকের জন্ম দেন। পরে সড়কে দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্টের সহায়তায় চট্টগ্রাম জেলা পুলিশের একটি অ্যাম্বুলেন্সে করে নবজাতকসহ ওই নারীকে চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে নেওয়া হয়। তাদের সঙ্গে অ্যাম্বুলেন্সে করে যান ট্রাফিক সার্জেন্ট জাহিদুর রহমানও।

তিনি যুগান্তরকে বলেন, দেওয়ানহাট মোড়ে দায়িত্ব পালনের সময় এক সহকর্মীর কাছ থেকে এ খবর শুনি। পাশে গিয়ে দেখি মা ও শিশু দুজনই ছটফট করছেন। আশপাশের অনেককে ডাকলাম, কেউ সাহায্যে এগিয়ে আসেননি। পরে একটি গামছা নিয়ে জায়গাটা আড়াল করার চেষ্টা করলাম। এ সময় আগ্রাবাদগামী জেলা পুলিশের একটি অ্যাম্বুলেন্স থামিয়ে মা ও নবজাতককে চমেক হাসপাতালে নিয়ে যাই। তাদেরকে হাসপাতালের ৬ তলায় গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম