গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাই, যুবককে গণধোলাই
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১১:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোর জেলার বড়াইগ্রামে দুই রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা পথরোধ করে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার জোনাইল বাজারে এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে জনতা।
শুক্রবার তৌশিক আহমেদ (২৫) নামে ওই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তৌশিক আহমেদ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পিওভাগ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জয় ইসলাম তার দুই মামাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বাগডোব গোসাইদাসের বটতলার কাছে অপর একটি মোটরসাইকেলে থাকা তিনজন তাদের পথরোধ করে। এ সময় তারা পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
এরপর জোরপূর্বক জয়ের দেড়শ সিসি পালসার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে জোনাইলের দিকে চলে যায়। এ সময় জয় মোবাইলে জোনাইল বাজারে তার স্বজনদের বিষয়টি জানালে তারা পথরোধ করে মোটরসাইকেলসহ তৌশিককে আটক করেন। তবে অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সরওয়ার হোসেন জানান, শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
