দোকানের ভেতর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারে দোকানের ভেতর ঢুকে শাহ ফয়জুর রহমান রুবেল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের শমশেরনগর রোডে এ ঘটনা ঘটে। নিহত ফয়জুর রহমান রুবেল কুলাউড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। শমশেরনগর রোডে সদাই পাতি (এফ রহমান ট্রেডিং) নামে তার একটি দোকান রয়েছে। শহরের শ্যামলী এলাকায় পরিবার নিয়ে থাকতেন। শ্যামলী বায়তুস শরিফ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার রাতেই ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকান বন্ধ রাখবেন ব্যবসায়ীরা এবং শহরে মানববন্ধন ও বিক্ষোভ করবেন।
শমশেরনগর রোডের ব্যবসায়ী মতিন বক্স ও রনিসহ স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন রুবেল। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশাচালকরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠান। রাতে সেখানে তার মৃত্যু হয়। নিহতের শ্যালক ইমন তরফদার বলেন, হয়তো কারো সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। সেই জেরে হয়তো হত্যা করা হয়েছে। মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান বলেন, ‘তদন্তের কাজ চলছে। এর বেশিকিছু বলা যাচ্ছে না।
