চাকরিচ্যুতদের বিক্ষোভে পটিয়ায় ৪৫ ব্যাংকের কার্যক্রম বন্ধ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৫:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
৫ আগস্টের পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোর প্রায় সাত হাজার কর্মকর্তা-কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়। এবার চাকরিচ্যুতদের একটি অংশের আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়ার ৪৫ ব্যাংকের শাখা ও উপ শাখার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে ব্যাংকগুলোর গেট বন্ধ করে আন্দোলন করছে চাকরিচ্যুতরা।
চাকরিচ্যুতির প্রতিবাদ ও বিনা শর্তে চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক
ব্যাংকারদের এ আন্দোলনে সংহতি জানিয়ে তাতে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
জানা গেছে, সকাল থেকে পটিয়ায় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল
এবং প্রতিটি ব্যাংকরে প্রধান ফটক বন্ধ করে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। পটিয়া
থানার মোড়স্থ ন্যাশনাল ব্যাংকরে শাখা চালু করার চেষ্টা করা হলে উত্তজেনা ছড়িয়ে পড়ে।
পরে চাকরিচ্যুতরা ওই ব্যাংকের গেটে অবস্থান নিয়ে আন্দোলন ও সমাবেশ করেন।
সাবেক ব্যাংকারদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন ইসলামী ফ্রন্টের পটিয়া সভাপতি
ও পটিয়া উপজেলা পরিষদের সাবকে ভাইস চেয়ারম্যান এয়ার মোহাম্মদ পয়োরু, গণঅধিকার পরিষদের
চট্টগ্রাম জেলার সভাপতি ডা. এমদাদুল হক, কানাডা প্রবাসী সাংবাদকি মফিজুল ইসলামসহ বিভিন্ন
দলের নেতাকর্মী।
পটিয়া ইউএনও ফারহানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত
পুলিশ সুপার (পটিয়া র্সাকেল) আরিফুল ইসলাম, পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান ঘটনাস্থলে
পৌঁছে আন্দোলনরতদের শান্ত করার চেষ্টা করেন। আন্দোলকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক
করেন। বৈঠকে চাকরিচ্যুত ব্যাংকাররা চাকরিতে পুনর্বহালের দাবিতে অনঢ় থাকেন।
ওসি মো. নূরুজ্জামান বলেন, পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি
সমাধানের চেষ্টা করছে। ব্যাংক খুলে দিয়ে জনগণের ভোগান্তি লাঘব করার জন্য আন্দোলনকারীদের
বলা হয়েছে।
