Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্যের লাশ উদ্ধার

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১০:২৭ পিএম

নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্যের লাশ উদ্ধার

নিহত মাসুম বিল্লাহ। ছবি: যুগান্তর

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া মাসুম বিল্লাহ নামে এক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ইছামতি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম উপজেলার সোনারহাট বিওপি ক্যাম্পে সিপাহি পদে কর্মরত ছিলেন।

জানা যায়, শনিবার উপজেলার সদর ও পশ্চিম জাফলংয়ের পন্নগ্রাম এবং আমবাড়ীর মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দুই বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে যান। সেখানে গিয়ে ওই নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকা দুটি পানিতে ডুবে যায়। নৌকায় থাকা এক বিজিবি সদস্য ও মাঝি কোনোভাবে পাড়ে উঠে আসেন। তবে নিখোঁজ হন মাসুম। এরপর থেকে সিলেটের ফায়ার সার্ভিস, স্থানীয় ডুবুরিরা মাসুমকে অনেক খোঁজাখুঁজি করেন। নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্থানীয় ডুবুরিরা লাশটি উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মাসুমের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম