Logo
Logo
×

সারাদেশ

ফ্যানের সুইচ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১০:৫৫ পিএম

ফ্যানের সুইচ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হামজা নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আমির হামজা (৮০) ওই গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে আমির হামজা তার বসত ঘরের ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার স্ত্রী ঘরে গিয়ে দেখতে পান ফ্যানের সুইচের সঙ্গে আমির হামজা আটকা রয়েছেন। তার স্ত্রী ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম জানান, পুলিশের আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম