৩৩ বছর ইমামতির পর ফুল সজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০২:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৩ বছর ইমামতি করার পর ফুলে ফুলে সজ্জিত প্রাইভেটকারে একটি মসজিদের ইমামকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে উপজেলার মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু নছরকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি ওই ইমামকে নগদ পাঁচ লাখ ২৮ হাজার টাকা ও সম্মামনা স্মারক ক্রেস্ট দেয় মসজিদ কমিটি।
৭০ বছর বয়সি ইমাম আবু নছর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ১৯৯২ সাল থেকে
টানা ৩৩ বছর ধরে মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত
কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তার সম্মানে এ ব্যতিক্রমধর্মী বিদায়
অনুষ্ঠানের আয়োজন করেন মসজিদ কমিটি ও এলাকাবাসী।
ইমামকে বিদায় জানাতে রোববার সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে আসতে থাকেন স্থানীয়রা। ইমামের বিদায়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি
হয়। পরে নগদ অর্থ ও ক্রেস্ট দিয়ে ইমামকে ফুলে সজ্জিত গাড়িতে করে বাড়ি পাঠানো হয়।
মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ
চেয়ারম্যান আলহাজ্ব মো. শামসুল আলম বলেন, ‘ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, তিনি আমাদেরকে
জীবনের নানা দিক-নির্দেশনা দিয়েছেন। সমাজের
মানুষ যেন দিনের পথে আসে সে কাজ করেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন
সম্মাননা দিয়েছি। ‘
আবেগজড়িত কন্ঠে ইমাম হাফেজ হযরত মাওলানা আবু নছর বলেন, ‘জীবনের বড়
একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত
ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার
জন্য দোয়া করবেন।’
